ডোমেইন এবং হোস্টিং কি? কিভাবে কিনতে হয়ে? এবং যে ৩টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ।

অনেকেই তার বিজনেসের জন্যে নতুন একটা ওয়েবসাইট বানানোর কথা চিন্তা করছেন বা এর আগে ওয়েবসাইট সম্পর্কিত বিষয়গুলোতে তেমন একটা ধরণা নেই এমন অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ডোমেইন এবং হোস্টিং কি? কিভাবে কিনতে হয় ডোমেইন এবং হোস্টিং এবং ৩ টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা খেয়াল না রাখলে ডোমেইন এবং হোস্টিং কেনার পরে ভবিষ্যতে আপনি ভোগান্তির শিকার হতে পারেন । এই ব্লগটির মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং এর সামগ্রিক বিষয় তুলে ধরা হলো যাতে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আপনার ধারণা একবারে পরিষ্কার হয়ে যায়।

ডোমেইন কিঃ

তো প্রথমেই আসি ডোমেইন কি ? খুব সহজে যদি বলি তাহলে যেকোন ওয়েবসাইটের নামই হচ্ছে তার ডোমেইন। একটা উদাহরণ দিয়ে যদি বলি ফেসবুক একটি ওয়েবসাইট আর এর ডোমেইন হলোঃ www.facebook.com যা আমরা যেকোন ব্রাউজারের এড্রেসবারে টাইপ করে ইন্টার দিলেই ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাবে।

ডোমেইন এবং হোস্টিং কি? কিভাবে কিনতে হয়ে? এবং যে ৩টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে । Domain name

পৃথিবীর প্রতিটি ডোমেইন ইউনিক অর্থাৎ www.facebook.com নামে পৃথিবিতে একটাই ডোমেইন রয়েছে । ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা, যেমন পৃথিবীর সকল ঠিকানাই ইউনিক এবং অই ঠিকানায় একটা নির্দিষ্ট গন্তব্যেই আপনি পউছাবেন ঠিক তেমনি www.facebook.com লিখলে আপনি ফেসবুকের ওয়েবসাইটেই যাবেন গুগলের ওয়েবসাইটে নয় । এমনকি পৃথিবীর সকল URL এ স্বতন্ত্র । আপনি যদি আপনার ব্রাউজের এড্রেসবারে খেয়াল করেন তাহলে যেই URL/Link টি আপনি দেখতে পাচ্ছেন এটিও স্বতন্ত্র । এই URL/Link টি আপনি যাকে শেয়ার করবেন সে এই লিঙ্কে গেলে এই পাতায়ই দেখতে পাবে ।

একটা ওয়েবসাইট করার সময় আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় । পৃথিবিতে অনেক ডোমেইন এবং হোস্টিং কিনতে হয় । ডোমেইন এবং হোস্টিং এর দাম বিভিন্ন রকম হয়ে থাকে তবে সবে বেশি ব্যবহৃত .com ডোমেইন এর দাম সাধারনত ৯ থেকে ১৩ ডলারের মধ্যে হয়ে থাকে [যেই সময়ে সময়ে এই ব্লগটি লেখা হচ্ছে সেই হিসাবে এবং প্রিমিয়াম ডোমেইন বাদে ] যা বাংলা টাকায় ১০০০/- থেকে ১৪০০/- মধ্যে হয়ে থাকে । তবে অনেক সময় অনেক প্রভাইডার বিভিন্ন ধরনের অফার প্রাইজে ডোমেইন সেল করে থাকে । .com ডোমেইন হিসাবে ১৯৮৫ সালের ১৫ মার্চ পৃথিবীর সর্বপ্রথম symbolics.com নিবন্ধিত হয়। .com ছাড়াও আরো অনেক ধরনের ডোমেইন এক্সটেনশন আছে যেমন .net , .org, .co, .io, .biz, .xyz ইত্যাদি । এছাড়াও অনেকে .com.bd বা .edu.bd যা শুধুমাত্র bdia.btcl.com.bd থেকে নেয়া যায় । আর প্রভাইডার আলাদা হলেও পৃথিবীর সকল ডোমেইন Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) এ নিবন্ধিত হয় । আশা করি ডোমেইন কি এ ব্যপারে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে ।

ডোমেইন কিভাবে কিনবেন?

প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন নেম সিলেক্ট করতে হবে ।সাধারণত বিজনেস নামের সাথে মিল রেখে কেনা হয় ডোমেইন নেম সিলেক্ট . যেমন ধরুন আমাদের বিজনেসের নাম IMDB Agency এবং ওয়েবসাইট ডোমেইন নেম হলোঃ www.imbdagency.com । সুতরাং আপনি বুঝতেই পারছেন আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম কিভাবে সিলেক্ট করবেন । আপনি যেই ডোমেইনটা সিলেক্ট করেছেন প্রথমে আপনাকে চেক করতে হবে এই ডোমেইন টা এভেইলেভেইল আছে কি না, নাকি কেউ ইতিমধ্যে কিনে রেখেছে । যদি কেউ কিনে ফেলে আগেই তাহলে সেইটা আপনি আর কিনতে পারবেন না। অনেকে আবার কিনে রেখে দেয় এর পরে বেশি দামে বিক্রি করে । ডোমেইন সাধারণত সবাই ১ বছর মেয়াদে কেনে এবং প্রতি বছর রিনিও করে । যাইহোক ডোমেইন কেনার জন্যে অনেক প্রভাইডার আছে নিচে বেশ কিছু জনপ্রিয় ডোমেইন হোস্টিং প্রভাইডার কোম্পানির নাম দেয়া হলঃ

হোস্টিং কি এবং কিভাবে কাজ করে?

খুব সহজ ভাষায় বলতে গেলে হোস্টিং হচ্ছে এমন একটি স্পেস বা মেমোরি যা আপনার ওয়েবসাইটের সকল প্রোপারটি স্টোর করে রাখে । আমরা সবাই কম্পিউটারের হার্ডডিস্ক সম্পর্কে জানি যেখানে আমরা বিভিন্ন রকম ফাইল স্টোর করে রাখি এবং কম্পিউটারটা যখন অন করে রাখা হয় তখন আমরা এই ফাইলগুলো এক্সেস করতে পারি । হোস্টিং হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড এমনই একটি হার্ডডিস্ক যেখানে মূলত আমাদের ওয়েবসাইটের প্রপার্টিগুলো হোস্ট করা থাকে এবং ইন্টারনেট ইউজাররা ওয়েব ব্রাউজার এর মাধ্যমে দিন রাত ২৪ ঘন্টা যেকোনো সময় আমাদের এই ওয়েবসাইট ব্রাউজ করতে পারে।

ডোমেইন এবং হোস্টিং যে ৩টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবেঃ

  • সবসময় নিজের ইমেল এড্রেসে দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনবেন, কোন এজেন্সি বা পরিচিত কারো ইমেলে নয় ।
  • হোস্টিং ক্যপাসিটি, ইমেল এড্রেস কতগুলো খোলাযাবে, সিকিউরিটি কেমন এবং রেস্পন্সটাইম বা কোন লোকেনশনের সার্ভার এগুলো ভালো করে বুঝে নিবেন।
  • হোস্টিং এর ব্যাকাপ পলিসি চেক করে নিবেন ।
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
md. Rashel
md. Rashel
1 year ago

thanks you so much for your information

Digital Giver
Digital Giver
2 months ago

Great insights! Digital marketing is constantly evolving, and staying updated with the latest tips is essential for success. I particularly love the emphasis on utilizing social media and SEO strategies effectively. Implementing these techniques can truly enhance online visibility and drive engagement. Looking forward to more valuable content on this topic!

01797242610