লাখ টাকার ব্রান্ড এঙ্গেজমেন্ট ফ্রিতে – মোমেন্ট মার্কেটিং

সম্প্রতি সময়ে মোমেন্ট মার্কেটিং অনলাইন বিজনেস গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে উঠেছে মোমেন্ট মার্কেটিং। সঠিকভাবে এবং সঠিক সময় মোমেন্ট মার্কেটিং করতে পারলে লাখ লাখ টাকার ব্র্যান্ড এনগেজমেন্ট  আপনি ফ্রিতেই পেতে পারেন। ইদানিং অনেক বিজনেস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থেকে মোমেন্ট মার্কেটিং করছে। 

মোমেন্ট মার্কেটিং কি?

মোমেন্ট মার্কেটিং শব্দটা শুনেই হয়তো আপনি বুঝতে পারছেন এটি কি ধরনের মার্কেটিং। একেবারে ট্রেন্ডি বা রিসেন্টলি ভাইরাল হওয়া কোন টপিক, ইস্যু বা ইভেন্টরে সাথে রিলেট করে আপনার বিজনেসগুলো যে কনটেন্ট তৈরি করে সেটার মার্কেটিং করে মোমেন্ট মার্কেটিং হিসেবে পরিচিত। 

লাখ টাকার ব্রান্ড এঙ্গেজমেন্ট ফ্রিতে - মোমেন্ট মার্কেটিং MOMENT MARKETING

উপরের এই ছবিগুলো দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইন্টারনেটে ভাইরাল হওয়া কন্টেইনগুলোর সাথে নিজেদের বিজনেস নিস রিলেট করে কিভাবে কনটেন্ট তৈরি করেছে বিজনেস গুলো। মোমেন্ট মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাইট টাইমে রাইট কনটেন্ট তৈরি  করা। ট্রেন্ড খুব দ্রুতই চেঞ্জ হয় এবং একটা টপিক খুব বেশি দিন ভাইরাল থাকে না।  তাই যখন যে জিনিসটা ট্রেন্ডিং থাকবে রাইট মোমেন্টামে সেইটা কাজে লাগাতে হবে। সময়ের পাশাপাশি আপনাকে অবশ্যই কনটেন্টের দিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র ট্রেন্ডিং হলেই আপনার বিজনেসে আপনার বিজনেসের সাথে যায় না এমন কনটেন্ট তৈরি করা যাবে না বা জোর করে আপনার বিজনেসের সাথে রিলেট করাও উচিত হবে না। এক কথায় লেইম কন্টেন্ট প্রডিউস করা যাবে না এবং কিছু বিজনেসের ক্ষেত্রে মোমেন্ট মার্কেটিং প্রযোজ্যও নয়। 

মোমেন্ট মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? 

আপনি যদি একজন নিয়মিত সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন তবে আপনার পরিচিত বা প্রিয় অনেক ব্রান্ডেরই মোমেন্ট মার্কেটিং আপনার চোখে পড়েছে। দিন দিন ব্যাপক জনপ্রিয় হচ্ছে মোমেন্ট মার্কেটিং, ছোট বড় সব ধরনের বিজনেস এখন মোমেন্ট মার্কেটিং করছে। ঢালাওভাবে সব বিজনেসের জন্য না হলেও অধিকাংশ বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণঃ

  • অনলাইন প্লাটফর্ম গুলোর অর্গানিক রিচ বাড়ে। 
  • অরগানিক অডিয়েন্স এনগেজমেন্ট বাড়ে। 
  • ব্র্যান্ডের রিকল ভ্যালু বাড়ে এবং বিজনেসের ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। 
  • মোমেন্ট মার্কেটিং এর মাধ্যমে সেলস ক্যাম্পেইনও চালানো যায়, যেখানে তুলনামূলক অনেক কম খরচে অনেক বেশি কনভারশন হয়।
  • তুলনামূলক অনেক সাশ্রয়ী অধিকাংশ ক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েট করা ছাড়া আর তেমন কোন খরচ হয় না। 

ডিজিটাল মার্কেটিং আগের থেকে অনেক বেশি স্মার্ট আর ক্রিয়েটিভ হয়েছে। আপনার টার্গেট অডিয়েন্সের বিহেভিয়ার  অনেক চেঞ্জ হয়েছে। তাই আপনি যদি আপনার অনলাইন বিজনেসের নতুন নতুন মার্কেটিং টেকনিকগুলো এপ্লাই না করেন তবে দিন দিন আপনিই পিছিয়ে পড়বেন। মোমেন্ট মারকেটিং, এমবুশ মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এগুলো হল বর্তমান মার্কেটিং ট্রেন্ড। আর বর্তমান সময়ে অনলাইন বিজনেস গ্রোথের জন্য আপনি যদি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে না চলেন তবে ট্রেন্ডই আপনাকে পিছে ফেলে দিবে।

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Milon
Milon
2 years ago

Excellent

hello
hello
1 year ago

good post

01797242610