কেন ল্যান্ডিং পেজ প্রয়োজন?

আপনি এই ল্যান্ডিং পেইজে এসে যেমন এই লেখাটি পড়ছেন এবং আমাদের মধ্যমে ল্যান্ডিং পেইজ ডিজাইন এবং ডেভেলপ করলে কেমন খরচ হতে পারে এবং একটি ল্যান্ডিং পেইজ আপনার বিজনেসের জন্যে আসলেই কতটুকু ইফেক্টিভ হবে এই সব ব্যপার বোঝার চেষ্টা করছেন। তেমনি আপনার কাস্টমারেও আপনার প্রডাক্ট বা সার্ভিস নেয়ার আগে এমন অনেক প্রশ্ন থাকে । যেগুলোর উত্তর সে এক জায়গাতেই একটা ল্যান্ডিং এ পেয়ে যেতে পারে । শুধু প্রশ্ন-উত্তর এর জন্যে ল্যান্ডিং পেইজ দরকার ব্যপারটা এমন নয়। আপনার টার্গেট কাস্টমার আপনার ল্যান্ডিং পেইজে এসে যেন উপর থেকে নিচে স্ক্রল করতে করতে আপনার প্রডাক্ট বা সার্ভিস নেয়ার ব্যপারে কনভেন্স হয়ে যায় সেইভাবে রেডি করতে হবে আপনার ল্যান্ডিং পেইজ । একটা ল্যান্ডিং পেইজে অনেকগুলো ব্যপার থাকতে পারে যেমন কাস্টমারের ট্রাস্ট গেইন করার জন্যে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রুফ যেমনঃ টেস্টিমনিয়াল, রিভিও, সাক্সেস সোট্রি, সহ ইত্যাদি আবার আপনার কাস্টমার যেমন দ্রুত অ্যাকশন পার্ফরম করে সে জন্যে FOMO অর্থাৎ Fear of Missing Out মানে এমন একটি স্বল্পমেয়েয়াদি লোভনীয় অফার তৈরি করা যেটা সে এখন না নিলে অনেক বড় লস হয়ে যাবে তার । মানে ধরেন ৬০% ডিসাকাউন্ট দিয়ে একটা টাইমার সেট করে দিলেন এবং বললেন আগামি ৪ ঘন্টার মধ্যে এই অফারটির মেয়াদ শেষ হয়ে যাবে । এমন আরো অনেক বিষয় এড করতে পারেন একটি ল্যান্ডিং পেইজে । যা আপনার বিজনেসের জন্যে এমন একটি অটোমেশন টুল হিসাবে কাজ করবে যেটি অর্ডার অর্থাৎ কনভার্শেন রেট কয়েকগুণ বাড়িয়ে দেবে এবং আপনার টাইম সেভ করবে । 

প্রাইস ক্যালকুলেটর

সাধারণ জিজ্ঞাসা সমূহ

ল্যান্ডিং পেজ হলো একটি ওয়েব পৃষ্ঠা যা একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে, যাতে বিশেষ কিছু করার জন্য একটি উপযুক্ত ক্যাল-টু-একশন (Call-to-Action) থাকে। ল্যান্ডিং পেজগুলি সাধারণভাবে মার্কেটিং ক্যাম্পেইনসহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন প্রোডাক্ট বা সেবা কেনার জন্য লোকদেরকে আমন্ত্রণ জানাতে, তাদের ডেটা সংগ্রহ করতে, অথবা নিজেদের মেয়াদকালে একটি সীমিত অফার দেওয়ার জন্য।

ল্যান্ডিং পেজে একটি স্পষ্ট ক্যাল-টু-একশন থাকে, যেটি ভিউয়ারকে একটি নির্দিষ্ট ক্রিয়া করতে উৎসাহিত করে, যেমন একটি ফর্ম পূরণ করা, একটি প্রোডাক্ট কেনার জন্য বুক করা, একটি সাবস্ক্রাইব করা, ইত্যাদি। ল্যান্ডিং পেজে ধারাবাহিকভাবে তথ্য দেওয়া হয়, এবং সাধারণভাবে তাদের ডিজাইন এবং কন্টেন্ট হয়তো মূল ওয়েবসাইট থেকে ভিন্ন থাকে।

ল্যান্ডিং পেজের মাধ্যমে কোনও প্রযুক্তির মাধ্যমে মোকাবিলা করা হয় এবং মার্কেটিং স্ট্রাটেজির একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

স্যাম্পল ল্যান্ডিং পেজ

01797242610

এক্সপার্টদের সাথে মিটিং বুক করুন

এক্সপার্টদের সাথে মিটিং বুক করুন

শুধুমাত্র লেট রেসপন্স করার কারণে আপনি কি ৩০%-৪০% অর্ডার হারাতে চান?